মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো।
রবীন্দ্রনাথ ঠাকুর পৌষ নিয়ে লিখেছিলেন এমন বাক্য দুটি। পৌষ মাস শুরু হতেই শহরে, গ্রামে তীব্র শীত নেমেছে। যত শীতই আসুক, ঘরে যে থাকা হয় না। তাই এবার পৌষেই প্রয়োজন পড়ছে পুরু জ্যাকেট। প্রয়োজন এবং ফ্যাশন মিলেমিশে এবার তরুণদের পছন্দের তালিকায় লেদার জ্যাকেট থাকছে প্রথমে। অনেক দিন বাদে জিনস জ্যাকেটও ফিরে...