সাম্প্রতিক বিভিন্ন পরিসংখান বলছে, গোটা বিশ্বের ১১ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের ৮০ শতাংশই মোবাইল ফোন, অ্যানড্রয়েড গেম, ভিডিও গেম, টিভি দেখার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে শরীরচর্চা বিমুখ হয়ে পড়েছে। এ ছাড়াও সুযোগ, সঙ্গী এবং উপযুক্ত জায়গার অভাবে অনেক শিশু শরীরচর্চা করতে পারছে না। এ কারণে শিশুরা স্থূলতায় ভূগছে।