দাবানলে বন্যপ্রাণী বাঁচাতে আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার (ভিডিওসহ)
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৪০
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের থাবায় চরম বিপদে রয়েছে সেখানকার বন্যপ্রাণিকুল। নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ এবার আগুনে দিশেহারা প্রাণীদের জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে ওপর থেকে খাবার ফেলা শুরু করেছে। এবিসি নিউজ ও সিএনএন এ খবর দিয়েছে। গত সপ্তাহ থেকে রাজ্যটির জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সেবা অধিদপ্তর আকাশ থেকে আলু ও গাজর ফেলা শুরু করেছে। গণমাধ্যমগুলোতে একে খুবই দরকারি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের ক্যাপারট্রি ও ওয়াগন ভ্যালিসহ ইয়েঙ্গু জাতীয় উদ্যান, ক্যাঙারু ভ্যালি, জিনোলানের অক্সলি নদীতীরবর্তী বনাঞ্চল এবং কারানকাবান্ডি জাতীয় উদ্যানে এই খাবার ফেলা চলছে। ক্যামেরায় দেখে দেখে প্রাণীদের