ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, যে ব্যক্তির জিহ্বা দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং যে হাত দিয়ে ইরানি নাগরিকের রক্ত ঝরানো হয়েছে, সে ব্যক্তির ফার্সির মতো একটি প্রাচীন ভাষাকে দূষিত করার অধিকার নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফার্সি ভাষায় যে টুইট করেছেন, তার প্রতিক্রিয়ায় মুসাভি এ মন্তব্য করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আপনি সম্প্রতি ইরানি জনগণের প্রিয় একজন বীরকে হত্যা করে সত্যি সত্যিই কি তাদের পাশে দাঁড়িয়েছেন, নাকি তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন?’ ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ ও পার্স টুডের খবরে বলা হয়, ডোনাল্ড ট্