গতকাল রোববার রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ সোমবার সকালে হিমেল হওয়ায় শীতের কষ্ট পোহাতে হচ্ছে সিরাজগঞ্জবাসীকে। রাত থেকে ঘন কুয়াশা আর সকালের ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছেন শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিভিন্ন খোলা স্থানে বসবাসকারীরা কষ্ট পাচ্ছেন শীতে। শীতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা প্রস্তুত ও জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সকা