১৭৬ নিরপরাধ মানুষের মৃত্যু ক্ষমার অযোগ্য ভুল : ইরানি প্রেসিডেন্ট
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ১৫:০৫
নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির রাজধানী তেহরানে ১৭৬ আরোহী নিয়ে ইউক্রেন এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়াকে ‘চরম মর্মান্তিক’ ও ‘ক্ষমার অযোগ্য ভুল’ বলে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এক টুইটবার্তায় রুহানি বলেন, ‘সশস্ত্র বাহিনীর নিজস্ব তদন্তে নিশ্চিত হওয়া গেছে, দুঃখজনকভাবে মানবীয় ভুলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমানটি ভয়াবহভাবে বিধ্বস্ত হয়ে ১৭৬ নিরপরাধ মানুষের মৃত্যু হয়।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনাময় টানাপোড়েনের মধ্যে এমন ভুল হয়েছে বলে জানিয়েছে ইরান। তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেন এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি ‘অনিচ্ছাকৃতভাব