ইরাক থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার শুরু করেছে ইউরোপের দেশ জার্মানি। সম্প্রতি ইরাকের সংসদে বিদেশি সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাস হওয়ার পরই সৈন্য প্রত্যাহার শুরু করেছে দেশটি। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাক থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের প্রস্তাবটি পাস হওয়ার পরই প্রথম ধাপে রাতারাতি ৩৫ জন জার্মানি সৈন্য কুয়েত কিংবা জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রত্যাহার করা ওই সৈন্যদের যেকোনো সময় আবার ইরাকে ফিরিয়ে আনা হবে, যদি ইরাকে জার্মানি সৈন্যদের প্রশিক্ষণ পুনরায় চালু হয়। জার্মানির পররাষ্ট্রম