‘সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে’, ইরাকে মার্কিন জেনারেলের চিঠি নিয়ে গোলমাল
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:০০
একদিকে এক মার্কিন জেনারেল ইঙ্গিত দিচ্ছেন, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে, অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার তা বেমালুম অস্বীকার করছেন। ইরাকের সম্মিলিত যৌথ অভিযানের উপপ্রধান আবদুল আমিরকে লেখা চিঠিতে ইরাকে নিযুক্ত মার্কিন সেনাদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম এইচ সিলি বলেন, যুক্তরাষ্ট্র ‘সামনের দিনগুলোতে, কয়েক সপ্তাহের মধ্যে সেনাদের অন্যত্র সরিয়ে নেবে’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এর একদিন আগেই ইরাকি পার্লামেন্টে বিদেশি সেনাদের দেশত্যাগের আহ্বান জানানোর একটি প্রস্তাব পাস হয়। এমন পরিস্থিতিতে ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম এইচ সিলির চিঠির বিষয়টি সামনে এ