যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে স্থানীয় সময় ৫ জানুয়ারি রাতে ঘোষণা করা হলো বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। খবর বিবিসিরহলিউড প্রেস এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হলিউড, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সেরা কাজগুলোকে প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদান করা হয়। আজীবন সম্মাননা হিসেবে হলিউড কিংবদন্তি এবং অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা রিকি গেরভাইজ। টিভি ও চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি দিতে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয় ১৯৪৪ সালে।