এই লেজেগোবরে শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করেও যেমন প্রাপ্তির আনন্দ নেই, তেমনি সামান্য খারাপ ফলাফল করলেও মুখ দেখানোর জো নেই। ভালো এবং মন্দ ফলাফলের বর্তমান এই অন্তঃসারশূন্য মানদণ্ডটি জেঁকে বসে কীভাবে যেন সব গ্রাস করে ফেলছে।