দিনাজপুর: শৈত্যপ্রবাহের কারণে দিনাজপুরে আলু ক্ষেতে মড়ক রোগ (লেট ব্লাইট) দেখা দিয়েছে। আগাম জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হলেও পরবর্তী জাতের আলু চাষে লোকসানের বোঝা নিতে হচ্ছে জেলার চাষিদের। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষিরা।