রেলে বাড়ছে নতুন ট্রেন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৪

গত এক বছরে বিভিন্ন রুটে নতুন কয়েকটি ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই ধারাবাহিকতায় চলতি বছর আরো কয়েকটি নতুন ট্রেন চালু করা হবে। তবে নতুন কোচ আমদানি করে ট্রেন চালু করা হলেও পুরনো ইঞ্জিন দিয়েই চলছে নতুন যুক্ত হওয়া এসব ট্রেন। ফলে ধীরগতিসহ সেবারমান রয়ে গেছে পুরনো বৃত্তে। রেল কর্মকর্তারা বলছেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দিয়ে পুরনো ট্রেনে নতুন বগি সংযোজনের পাশাপাশি নতুন নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের। চলতি বছর আরো কয়েকটি নতুন ট্রেন চালু করা হবে। জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি ঢাকা-জামালপুর রুটে নতুন একটি ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটির প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে জামালপুরের  তারাকান্দি পর্যন্ত চলাচল করবে নতুন ট্রেনটি। সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী উদয়ন এক্সপ্রেসে নতুন কোচ সংযোজন করা হবে। এছাড়াও চলতি বছর এ রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের। ঢাকা-জামালপুর রুটে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করা হলে গত এক বছরে চালু হওয়া নতুন ট্রেনের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us