বছরের শুরুতেই তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ১ জানুয়ারি অনন্ত জলিল তার ফেসবুকে বর্ষা ও দুই পুত্রকে নিয়ে ছবি দিয়ে লিখেছেন, নতুন বছরের নতুন সকাল। তার আগের দিন অনন্ত-বর্ষা তার অনুসারীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে অনন্ত জলিল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০১৯ সালে যার জীবনে সুখ-দুঃখ, কষ্ট যেটাই হয়ে গেল, ২০২০-এ যেন সবার জীবন শুভ হোক। বর্ষা বলেন, ‘সবাইকে হ্যাপী নিউ ইয়ার। অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা। জানা গেছে, অনন্ত-বর্ষা তাদের দুই পুত্র নিয়ে দুবাইতে গেছেন ২৮ ডিসেম্বর। ছুটি কাটাচ্ছেন। দেশটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন।