ক্রিকেট বিশ্বে যেসব ধর্মভীরু মুসলিম ক্রিকেটার রয়েছেন, তন্মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাশিম আমলা। মাঠে ও মাঠের বাইরে যথাযথভাবে ইসলামের নিয়ম কানুন পালন করেন তিনি। যে কারণে প্রায়ই তাকে বাঁকা কথা শুনতে হয়।নিজের খেলায় ইসলামের প্রভাব নিয়েও একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানকে। প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন আমলা। খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। দলটির পক্ষে বঙ্গবন্ধু বিপিএলে খেলতে এসেও এ নিয়ে প্রশ্নের সম্মুক্ষীণ হতে হলো তাকে। সাবলীলভাবে সরল-সহজ ভাষায় এর উত্তর দিয়েছেন তিনি। প্রথমেই ইসলামের সঙ্গে ক্রিকেটকে মেলাতে নিষেধ করেন প্রোটিয়া ক্রিকেটার। আমলা বলেন, ক্রিকেট খেলায় ধর্ম কিভাবে সহায়তা করে এ বিষয়ে আমাকে অসংখ্যবার প্রশ্ন করা হয়েছে। ইসলাম খুবই সহজ। এর মূল বিষয়গুলো কমবেশি প্রতিটি মুসলিম জানেন। তবে এগুলো ব্যাখ্যা করা কঠিন।