সুস্বাস্থ্যের জন্য দুধকে বলা হয় আদর্শ খাবার। তবে জেনে অবাক হবেন, এমন একটি গ্রাম রয়েছে, যেখানে দুধ বিক্রি করাকে মহাপাপ মনে করা হয়। আর সেই গ্রামের নাম কুয়া খেদা। গ্রামটি ভারতে অবস্থিত। দেশটির সংবাদমাধ্যম ওডিশা পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগ্রার তাজমহল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কুয়া খেদা গ্রামটি। আদিকাল থেকেই দুধ বিক্রি করাকে পাপ মনে করেন এই গ্রামের বাসিন্দারা। তাই এই নিয়ম অনুসরণ করে আসছেন তাঁরা। এই গ্রামের বেশিরভাগ মানুষ গবাদিপশু পালনের সঙ্গে জড়িত। কিন্তু গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। তাঁরা মনে করেন, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে তাঁদের পাপ হবে। শুধু