বিশ্ব পরিক্রমা ২০১৯

ইত্তেফাক ড. আবদুল লতিফ মাসুম প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২০, ১২:১২

২০১৯ অতিক্রান্ত হয়েছে আর সব বছরের মতো। তবে তুলনামূলকভাবে সংকটের ঘনঘটা লক্ষ করা গেছে এ বছর। মারাত্মক ধরনের যুদ্ধবিগ্রহ হয়নি বটে, তবে সংকটগুলো উত্তাপ ছড়িয়েছে গোটা বছর ধরে। আর এসব সংকট উত্তরণের জন্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতার জন্য বেশ ঘন ঘন সম্মেলন ও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় বেশি মনে হয়েছে। সেই সঙ্গে বছরটিকে গণ-আন্দোলনের বছর বলেও অভিহিত করা যায় বলে আমরা মনে করি। ঘটনাবলি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব আরব বসন্তের মতো এতটা প্রবল না হলেও প্রকোপ কোনো অংশেই কম ছিল না। এ বছরের একটি নেতিবাচক দিক এরকম যে, কোনো শান্তির লক্ষ্য অর্জিত হয়নি। পূর্ববর্তী যুদ্ধ ও সংকটের কোনো সরল সমাধান ঘটেনি। বছরটি আলোচিত হতে পারে লোকরঞ্জনবাদের কারণে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us