পৃথিবীর মানচিত্রে মঙ্গল কাব্যের ইতিহাসখ্যাত জাতি আমরা। আমাদের অর্জন আছে, বিসর্জনও আছে। আমরা যাত্রা যেমন করতে পারি, আবার অন্যের যাত্রা ভঙ্গও করতে পারি। রাজনীতির তিক্ত অভিজ্ঞতায় রাষ্ট্রের কাছে কোনো প্রত্যাশা করতে যেন ভুলেই গেছি। ভৌগোলিক আঙিনায় সবাই বাঙালি হলেও অনেকের প্রকৃত সত্তা যেন তারা ধর্মীয় সংখ্যালঘু। তবে সংখ্যালঘু হিসেবে যারা সবসময় এদের ভাবে আমার ধর্মীয় অভিভাবক, তারা অন্তত তাদের ধর্মটার ছিটেফোঁটাও বাস্তব জীবনে ব্যবহার করে বলে প্রমাণ মেলে না।