মানুষের প্রধান তিনটি মৌলিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য বাসস্থান। মাথা গোঁজার নিরাপদ নিশ্চয়তা। একটু বাসস্থানের জন্য প্রাণপণ চেষ্টা। কষ্টার্জিত অর্থ দ্বারা নামিদামি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়কৃত ফ্ল্যাটটি বসবাসের জন্য কতটুকু নিরাপদ, ক্রয়কৃত ফ্ল্যাটে পরোক্ষভাবে ভাড়া থাকছেন কি না, নিজের ক্রয়কৃত ফ্ল্যাটে নিজেই জিম্মি হয়ে আছেন কি না—এসব বিষয় একটু ভেবে দেখেছেন কি? বাংলাদেশে ফ্ল্যাট ব্যবসায়ীরা অর্থাত্ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো মূলত ভবনের অবস্থান অর্থাত্ গুরুত্বপূর্ণ এলাকা, আকর্ষণীয় আর্কিটেকচার প্ল্যানের ওপর জোর দিয়ে থাকেন। এক্ষেত্রে ডেভেলপার ফার্ম অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে ‘সিভিল ইঞ্জিনিয়ার্স’-এর ওপর। ডেভেলপার ফার্মে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়াররা অনেক ক্ষেত্রে নিয়মানুযায়ী ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতামত না নিয়ে কোনো প্রকার জোড়াতালি দিয়ে বৈদ্যুতিক/যান্ত্রিক কাজ সম্পন্ন করে থাকেন।