ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ুক বা কমুক, ২০৬০ সালের আগেই ফেসবুকে কয়েক শ কোটি মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থাকবে। কী বিশাল এক কবরস্থানই তা হয়ে উঠবে, ভাবা যায়? এত বিপুল মানুষের স্মৃতি, তথ্য, ছবির অপব্যবহার ঠেকাতে কী করছে ফেসবুক? লিখেছেন ফারুক ওয়াসিফ