সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্মায়। প্রকৃতি-প্রদত্ত এই সম্ভাবনা কাজে লাগিয়ে বিকশিত হওয়ার মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা সব সম্ভাবনার সমন্বিত বিকাশ (Harmonious Development) সাধন করে মানুষকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মিলেমিশে, বন্ধুত্ব সৃষ্টি করে এমনভাবে বাঁচতে ও বাড়তে অভ্যস্ত করে যেন পরিবেশের কোনো উপাদান অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সব উপাদানের প্রতি সংবেদনশীল হয়ে, প্রত্যেকটি উপাদানকে যথাযোগ্য গুরুত্ব ও মর্যাদা দান করার মনোভাব নিয়ে বেড়ে উঠলে মানুষের নিজের অধিকার প্রাপ্তিও নিশ্চিত হয়।