নাইজেরিয়ায় ১১ জন বন্দিকে শিরশ্ছেদ করে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন আইএস। হত্যার পর ৫৬ সেকেন্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ করে এ দাবি করেছে তারা। তবে হত্যাকাণ্ডে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে ওই ১১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সবাই পুরুষ ছিলেন। বিজ্ঞাপন সংগঠনটি দাবি করেছে, বাগদাদীকে হত্যার প্রতিশোধ হিসেবেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে। বিবিসি জানায়, গত অক্টোবরে আইএস নেতা আবু বকর আল বাগদাদি এবং তার মুখপাত্র আবুল-হাসান আল মুহাজির নিহত হন। এর ঠিক ২ মাস পর ২২ ডিসেম্বর তাদের হত্যার প্রতিশোধ নিতে নতুন অভিযান শুরুর ঘোষণা দেয় আইএস।