বঙ্গদেশে কালে কালে অনেক প্রতিভাবান মানুষের আবির্ভাব ঘটেছে, যাঁরা শিল্প-সাহিত্য-সংস্কৃতি সাধনা এবং স্বীয় চিন্তাচেতনা দ্বারা জাতির জাগরণে অবদান রেখেছেন। সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) এ পথেরই এক অগ্রপথিক ছিলেন। আজীবন নিজের সৃষ্টিকর্ম ও চিন্তাচেতনা দ্বারা বাঙালির জাগরণে কাজ করেছেন। লেখনীর প্রাখর্যে সাম্প্রদায়িক অপশক্তির ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছেন। তাঁর কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প প্রভৃতি জাতির জাগরণে কাজ করেছে। ইতিহাসের ঝরোকায় চোখ মেললে লক্ষ করা যায়, যুগে যুগে এ অঞ্চলে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের আগমন ঘটেছে, তারা বিভিন্ন কৌশলে শাসনের দণ্ড হাতে দমিয়ে রেখেছে এ দেশের মানুষকে।