শুধু যানজট ও জলাবদ্ধতা নয়, রাজধানী ঢাকা এখন ভয়াবহ বায়ুদূষণের সম্মুখীন এবং পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক সংস্থা ইপিএর মতে, কোনো একটি শহরের বায়ুর মানের সূচক ২০০-এর বেশি হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। গত ২৪ নভেম্বর, রাত ৯টায় ঢাকার বায়ুর মানের গড় সূচক ছিল ২২০। এর মধ্যে কারওয়ান বাজার এলাকার বায়ুর মান ছিল ২৯৮, যা খুবই অস্বাস্থ্যকর। পৃথিবীর অনেক দেশে কোনো শহরে বায়ুর মানের সূচক ২০০ অতিক্রম করলে ওই শহরের মানুষকে মাস্ক পরার পারমর্শ দেওয়া হয়। ঘরের জানালা বন্ধ রাখতে বলা হয়।