উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যেদিকে তাকাই শুধু ইমারত আর ইমারত। এরই ফাঁকে এক চিলতে ঘাসের ওপর যখন দু-একটা কাশফুল মাথা চাড়া দেয় তখনই ছুটির জন্য ছটফটিয়ে ওঠে পরিযায়ী মন। ছুটির মাহাত্ম্য নেই কার কাছে? নিতান্ত অলস ঘরকুনো, বোহেমিয়ান, ওয়ার্কহোলিক সবার কাছেই ছুটি শব্দটি সমান প্রিয়। তবে সবার ছুটি উপভোগের সুযোগ সমান নয়। চিত্তে ভ্রমণপ্রেমের সঙ্গে বিত্ত সায় দিলেই না গরমে লেকে নৌকা বিহার, মাছ শিকার, স্কুবা ডাইভিং, অবিশ্রান্ত তুষারপাতের মধ্যে বরফের বল ছোড়াছুড়ি, পাহাড়ের ওপর হেলিকপ্টার ট্যুর, মরুভূমির বালিয়াড়িতে ঘোড়ায় চড়ার আনন্দ নেওয়া সম্ভব।