মানব উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশের এগিয়ে চলার গল্প এখন পুরনো হতে চলেছে। চীন বা ভারতের মতো অর্থনৈতিক পরাশক্তিকে কোনো কোনো সূচকে পেছনে ফেলে আমাদের দেশ অনেককে অবাক করেছে। বিশ্বে দ্রুতবেগে বিকাশমান অগ্রবর্তী ৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের বিপুল তরুণ কর্মশক্তি, উৎপাদনের বৃত্তে নারীর অন্তর্ভুক্তি, প্রবাসী শ্রমের গুরুত্বপূর্ণ সংযোগ, কৃষিক্ষেত্রে প্রকৃতিগত মেধা আর উদ্ভাবনী প্রযুক্তির সার্থক সংশ্লেষ এবং সর্বোপরি সরকারের স্থিতিশীলতা নাগরিকের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে।