বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্যবিরোধ নিষ্পত্তিব্যবস্থা এখন পঙ্গু হয়ে গেছে। আর তা হয়েছে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংস্থাটির আপিল বিভাগকে অকেজো করে দিয়ে। ১০ ডিসেম্বর আপিল বিভাগের তিনজন বিচারকের মধ্যে দুজনের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে নতুন দুজন বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। লিখেছেন আসজাদুল কিবরিয়া।