ঢাকা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। গতকাল মঙ্গলবার দিনভর নির্বাচন কমিশনে এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে পাঁচ কমিশনারের অনুমোদন নিতে হয়। কিন্তু এক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়াই ওই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইতোমধ্যেই ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, গতকাল কমিশন সভায় এ বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি।ইসি…