ফিলিপাইনে নারকেলের তাড়ি পান করে অন্তত ১১ জনের মৃত্যু এবং ৩০০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আজ সোমবার স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ লাগুনা ও কেজোনে এ ঘটনা ঘটে। মৃত এবং অসুস্থ ব্যক্তিরা সবাই ফিলিপাইনের লাম্বানোগ নামে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টি ব্যাপকভাবে পান করা হয়। লাগুনার রিজাল শহরের মেয়র ভেনার মুনোজ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যেই অধিকাংশ মৃত্যুর…