আগামীকাল সোমবার থেকে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। টিসিবি জানায়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের দাম ১০ টাকা কমানো হয়েছে। এর আগে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করা হয়েছে। এদিকে গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। প্রাথমিকভাবে ঢাকায় শুরু করলেও পরবর্তীতে সারাদেশে শুরু হয় কার্যক্রম। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় শুরুতে ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করলেও প্রতিটি গ্রাহককে পরে ১ কেজি করে দেয়া হয়।