টানা তৃতীয় দিনে শীতে কাঁপছে গোটা দেশ। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ছুটির দিনে প্রয়োজন ছাড়া বের হননি কেউই। যদিও, গতকালের তুলনায় রাজধানীসহ সব জায়গার তাপমাত্রা কিছুটা বেড়েছে। অন্যদিকে, আবহাওয়া অফিস বলছে, আরো একদিন অব্যাহত থাকবে এই মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।