খুলনা টাইগার্সের ইনিংসের প্রথমার্ধ তখন শেষ। জয়ও হাতের মুঠোয়। হাতে ৮ উইকেট রেখে ৬০ বলে দরকার ২২ রান। রাইলি রুশো ২২ বলে ৪৮ রানে ব্যাট করছিলেন। ১১তম ওভারে আরাফাত সানির করা প্রথম বলটি রিভার্স সুইপ করে চার মারলেন রুশো। পেয়ে গেলেন এবার বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি। দক্ষিণ আফ্রিকান এ ব্যাটসম্যানের উদ্যাপন ছিল দেখার মতো। হেলমেট খুলে ব্যাট মাটিতে রেখে ডান হাতটা মুখের কাছে নিয়ে বাঁশি বাজানোর ভঙ্গি করলেন। বাঁ হাতে তখন নাচের মুদ্রা। রংপুর রাইডার্সকে ৪৫ বল হাতে রেখে হারিয়েছে খুলনা। ২ ছক্কা ও ৯ চারে ৩১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেছেন রুশো। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে উদ্যাপনটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রুশোকে। দুর্দান্ত ব্যাটিং করে খুশিমনে থাকা রুশো বুঝিয়ে বললেন উদ্যাপন এবং তার নেপথ্য কারণ, ‘এটা সেসব দিনের মতো যেদিন সবকিছুই মাঝ ব্যাটে লাগে।