নাটোরে প্রবীণদের বিনোদনের জন্য নির্মিত হচ্ছে ক্লাব ‘শৈশব’
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৬
একসময় তাদের সবই ছিল। নানান পেশার মানুষ। কেউ ছিলেন সরকারি চাকুরে, কেউ ব্যবসায়ী, কেউবা শিক্ষক। পরিবার নিয়ে সুখের জীবন ছিল তাদের। কিন্তু শেষ বেলায় এসে জীবন তাদের সঙ্গে হয়তো নিষ্ঠুর রসিকতাই করেছে। সব থেকেও যেন তাদের কিছুই নেই। একাকিত্ব ও বিষন্নতায় ভোগা সেই সব প্রবীণদের নির্মল বিনোদন ও অবসাদ নিরাময়ের জন্য