১৯৭১ সালের মার্চ মাসে সাড়ে ৭ কোটি মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে ৯ মাস পর স্বাধীনতা লাভ করে। সময়ের পরিবর্তনে ২০১৯ সালে অর্থাত্ ৪৮ বছরের মাথায় বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি। বিশ্বের বর্তমান বিজ্ঞানের যুগে ১৭ কোটি মানুষের প্রয়োজন যথেষ্ট রয়েছে বলা যায় যদি কাজ করতে পারে বা বাজার চাহিদা পূরণ করতে পারে। কারণ বিজ্ঞানের সবরকম যন্ত্রপাতি উত্পাদন এবং ব্যবহারের জন্য মানুষের প্রয়োজন রয়েছে। সেটা চতুর্থ শিল্পবিপ্লব হলেও। তবে তখন মানুষকে হতে হবে যন্ত্র অপেক্ষা বেশি কর্মক্ষম অর্থাত্ জ্ঞান-বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ। এক কথায় বলা যায় সমাজ জ্ঞাননির্ভর হয়ে যাচ্ছে শতভাগ। কৃষিকাজেও বিজ্ঞানের ব্যবহার এখন অতি আবশ্যক।