শপিং করলে পেঁয়াজ ফ্রি! পুনের ক্রেতাদের জন্যে অভিনব অফার...
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬
nation: ধীরে ধীরে যখন পেঁয়াজের দাম আকাশ ছুঁতে শুরু করে, তখনই দোকানের বিক্রি বাড়ানোর এই প্ল্যান মাথায় আসে প্রেম রাজপালের। তিনি জানান পেঁয়াজ নিত্য প্রয়োজনের। গ্রাহকদের ভার কিছুটা কমানোর জন্যে ১৭ নভেম্বর থেকে এই অফার চালু করেন প্রেম।