জীববৈচিত্র্য আমাদের তথা বিশ্বের মূল্যবান সম্পদ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমাটিন হচ্ছে প্রাকৃতিক এক লীলাভূমি। এ প্রবাল দ্বীপকে সংরক্ষণ করতে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়া হলেও প্রভাবশালীরা সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। ফলে সেন্টমার্টিনের মতো একটি দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণে হুমকি দেখা দিয়েছে। সম্প্রতি আইএমইডির প্রতিবেদনে উঠে এসেছে- সেন্টমার্টিনে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এর বাস্তব অগ্রগতি নেই। প্রকল্প নেওয়া হলেও নজরদারির অভাবে কচ্ছপ ও অন্যান্য প্রাণী নিধন চলছে। এ ছাড়া ধারণক্ষমতার ৪ গুণের বেশি পর্যটক ভ্রমণ করায় সাম্প্রতিক পরিবেশ খারাপ…