নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের দুই উদ্যোমী যুবক তাদের পুকুরেই ঝিনুকের মুক্তা চাষ শুরু করেছেন। পাশাপাশি একই পুকুরে মাছ চাষও করছেন তারা। তবে মুক্তার বাজারজাতকরণকে প্রধান বাধা মনে করছেন এ উদ্যোক্তারা। অপরদিকে মিঠা পানিতে মুক্তা চাষের মাধ্যমে বেকারত্ব দূরীকরণসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছে স্থানীয় মৎস্য বিভাগ।