গরমে পুড়ছে অস্ট্রেলিয়া

বণিক বার্তা প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১৪:০১

মঙ্গলবার গরমে পুড়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড উষ্ণতম দিনের অভিজ্ঞতা হয়েছে দেশটির। ব্যুরো অব মেটেরোলজি (বিওএম) জানিয়েছে, মঙ্গলবার দেশটির গড় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (১০৫ দশমিক ৬ ফারেনহাইট)। বিওএমের তথ্যানুসারে, এর আগে সর্বশেষ সর্বোচ্চ গড় তাপমাত্রার দেখা মিলেছিল ২০১৩ সালের ৭ জানুয়ারি। ওই দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।মারাত্মক খরা ও দাবানল সংকটের সঙ্গে যুদ্ধ করছে অস্ট্রেলিয়া। এবার তাপমাত্রাও তেঁতে উঠেছে।আরো আশঙ্কার কথা হলো, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরো বাড়তে পারে। এর অর্থ মঙ্গলবারের রেকর্ডও ভাঙতে পারে। দাবানলের তীব্রতা বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী স্কট মিরসনের তীব্র সমালোচনা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় সামলাতে নেয়া পদক্ষেপ ও সরকারের জলবায়ু নীতি নিয়ে বড় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us