ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে সুন্দরপুর নামক স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মোহাম্মদ আলী দীঘি’ ভরাট বন্ধের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দীঘিটি মাটি ভরাট হতে রক্ষা, পুনরুদ্ধার ও সংরক্ষণের ব্যর্থতা কেন আইন বহির্ভুত হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে দীঘিটি ভরাট হতে রক্ষা, ভরাটকৃত অংশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, বৃহত্তর জনস্বার্থে সংরক্ষণ করা ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় এনে দোষীদের শাস্তি প্রদানের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো.