ব্রিটেনের কাছে বন্দি হয়ে থাকতে পারে না স্কটল্যান্ড : স্কটিশ ফার্স্ট মিনিস্টার
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:০০
ব্রিটেনের স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার (মুখ্যমন্ত্রী) ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) নেতা নিকোলা স্টারজেন বলেছেন, ‘স্কটল্যান্ড তার ইচ্ছের বিরুদ্ধে ব্রিটেনের কাছে বন্দি হয়ে থাকতে পারে না।’ প্রধানমন্ত্রী বরিস জনসন স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজনের সম্ভাবনা নাকচ করার পর তিনি এ কথা বললেন। দ্য গার্ডিয়ানের খবরে এ কথা বলা হয়েছে। বরিস জনসনকে হুঁশিয়ার করে দিয়ে স্টারজেন বলেছেন, দ্বিতীয় একটি গণভোট অনুষ্ঠানের বিষয়ে অস্বীকৃতির কারণে স্কটিশদের মধ্যে স্বাধীনতার জন্য সমর্থনই কেবল বাড়ছে। ব্রিটেনে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে তাঁর দলের সাফল্য স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে নতু