যশোর অঞ্চলের ছয় জেলায় ব্যাপকভাবে মধু ও সরিষা উৎপাদনের খবরটি নিঃসন্দেহে আশাজাগানিয়া ও উদ্দীপনা সৃষ্টিকারী। শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ বছর ৫১ হাজার ৫৭১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এসব জমির পাশে গত বুধবার পর্যন্ত ৭৪০টি মৌ চাষের বাক্স স্থাপন করা হয়েছে। বাক্সে থাকা মৌমাছি সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে। এতে সরিষা ফুলের পরাগায়নে...