শ্রমিকের কাছে খাওয়া একটা ভীষণ জরুরি কর্তব্য। তিনি জানেন, অতটুকু না পেলে তিনি বাঁচতে পারবেন না, শ্রম বেচতে পারবেন না। তাই শ্রমিকেরা যখন অনশন করেন, তখন এই অনশনের অর্থ পাল্টে যায়, এই অনশন হয় সাধারণ ‘রোমান্টিকতা’ ভেঙে সত্যিকারের মৃত্যুর জন্যই প্রস্তুত থাকা।