গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যালার্জি, অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ, বিসিজি ভ্যাকসিন ও ভিটামিন সি-সহ বহুল ব্যবহৃত ২১ ধরনের ওষুধের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় ফার্মাসিউটিক্যাল মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (এনপিপিএ)। খবর টাইমস অব ইন্ডিয়া।জনস্বার্থে ওষুধের মূল্যবৃদ্ধির নজিরবিহীন সিদ্ধান্তটি ‘ওষুধের মূল্য নিয়ন্ত্রণ আদেশ (ডিপিসিও) ২০১৩’-এর ১৯ নম্বর ধারা অনুযায়ী নেয়া হয়েছে। উল্লিখিত গুরুত্বপূর্ণ ওষুধগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিপিসিও ২০১৩ এর আগে শুধু ওষুধের মূল্য কমাতে ব্যবহার হয়েছে। উদাহরণস্বরূপ এ আদেশ এর আগে কার্ডিয়াক স্টেন্ট ও অর্থোপেডিক ইমপ্ল্যান্টের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োগ করা হয়েছে। ওষুধ শিল্পের দুই বছর ধরে করে আসা অনুরোধের পরিপ্রেক্ষিতে এনপিপিএ এ সিদ্ধান্ত নিয়েছে। ওষুধের কাঁচামালের মূল্যবৃদ্ধি, মুদ্রার বিনিময় হারের ওঠানামার ফলে এসব ওষুধের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পটির পক্ষ থেকে মূল্য বাড়ানোর জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল।