প্রায় ৪৪ হাজার বছর পূর্বের একটি চিত্রকর্মের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ইন্দোনেশিয়ার একটি গুহার ভেতর পাওয়া গেছে চিত্রকর্মটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, এটি একটি মহিষের ছবি। ছবিটিতে রয়েছে মানুষের হাতে শিকার হওয়া একটি মহিষের চিত্র। গবেষকদের মতে, এটিই এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরোনো প্রাণীর ছবি। সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা একটি জার্নালে এই আবিষ্কারের খবর প্রকাশ করেন। প্রতিবেদনে জানা যায়, দুই বছর আগে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অ্যাডাম ব্রুম প্রথম এই ছবিটি দেখতে পান। তখন তিনি তাঁর আইফোন দিয়ে