ভারতের পশ্চিম বাংলার মেদেনিপুর এলাকায় দুই মাথাওয়ালা এক গোখরা সাপ ডিম ফুটে বের হয়ে আসে। কিন্তু তাকে কিছুতেই বন্যপ্রাণী রক্ষাকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে না। বুধবার ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল প্রকাশিত এক খবরে জানায়, স্থানীয়দের বিশ্বাস, এই সাপের সঙ্গে সনাতনী ধর্মাবলম্বীদের দেবতার সম্পর্ক রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানায়, বিষাক্ত প্রজাতির সাপগুলোর মধ্যে অন্যতম এই জাতের গোখরা।