ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাকি তাজাকি। নিজের বিষয়ের একজন নোবেল বিজয়ী অধ্যাপকের বক্ত ব্য শুনতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তার ওপর রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদের বক্তব্য শোনার পর মনে হয়েছে এইবার সমাবর্তনে আসাটা সার্থক হয়েছে। না এলে বরং আফসোস করতে হতো। রাষ্ট্রপতি কয়েকটি তেতো কথা বলেছেন যা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদাসীন অনেককেই হয়তো আহত করেছে। কিন্তু কথাগুলো যৌক্তিক এবং সময়োপযোগী। প্রথমত, যে কথাটি তিনি অত্যন্ত শক্তভাবে বলেছেন সেটি হলো বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রাম নিয়ে। তিনি বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি এখন যেন দিনে সরকারি আর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। তিনি অত্যন্ত স্পষ্টভাষায় বলেছেন, এটি চলতে পারে না।