খুলনায় অনশনে অসুস্থ শতাধিক শ্রমিক

সমকাল প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। গত দুইদিনে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত শতাধিক শ্রমিক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় প্লাটিনাম জুট মিলের গেটে গিয়ে দেখা যায়, গেটের একপাশে বিআইডিসি সড়কে প্লাটিনাম জুট মিলের এবং অন্যপাশে স্টার জুট মিলের শ্রমিকরা অনশন করছেন। অসংখ্য শ্রমিককে স্যালাইন দেওয়া হচ্ছে।এদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বুধবার রাতে শ্রমিকদের ১৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করার আহ্বান জানালেও শ্রমিকরা তাতে সাড়া দেননি।শ্রমিকদের অনশনের কারণে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া নগরীর খালিশপুরে মিলগুলোর সামনে বিআইডিসি সড়কের দুই পাশের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us