রোহিঙ্গা গণহত্যার মামলায় নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে দ্বিতীয় দিনের শুনানি হবে আজ। বুধবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে যুক্তি উপস্থাপন করবে অং সান সুচির নেতৃত্বাধীন মিয়ানমার প্রতিনিধি দল। মামলার বাদী হিসেবে গাম্বিয়া, অভিযুক্ত মিয়ানমার ছাড়াও বাংলাদেশসহ অনেক দেশের প্রতিনিধি দল শুনানিতে উপস্থিত থাকবেন। প্রথম দিনের শুনানিতে গতকাল মঙ্গলবার গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা গণহত্যা রাতারাতি ঘটেনি বরং পরিকল্পিতভাবে রাষ্ট্রের তরফ থেকে চালানো হয়েছে জাতিগত নিধন। বসনিয়া ও রুয়ান্ডার মতো গণহত্যা না ঘটানোর দাবি জানায় গাম্বিয়া। গতকাল মঙ্গলবার শুনানির সময় আদালতের বাইরে…