সময়টা সত্তরের দশক। ব্যক্তির নাম চার্লস মরিটস। বাড়ি আমেরিকার ডেনভারে। তিনি অবিবাহিত বয়স্ক পুরুষ। তার বয়োবৃদ্ধ মা বয়সের ভারে ন্যুব্জ হয়ে নিজের খেয়াল রাখার শারীরিক ও মানসিক সামর্থ্য হারিয়েছেন। শিশুর মতোই তারও সারাক্ষণ একজন সেবাদানকারী প্রয়োজন। কিন্তু চার্লস একা সামলাতে পারেন না। রুটি-রুজির জন্য তাকে বাইরে যেতে হয়। তাই, মাকে দেখভালের জন্য একজন নার্স নিয়োগ করেন। চার্লসের অনুপস্থিতির সময়টায় মাকে দেখে নার্স। কিন্তু এখান থেকেই যত বিপত্তির শুরু।