স্বস্তি এখন অনেক কিছুতেই। দেশের মানুষকে না খেয়ে থাকতে হয় না। গ্রামেগঞ্জে তো কৃষিকাজের জন্য শ্রমিকই পাওয়া দুষ্কর। জিডিপি বাড়ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে প্রবৃদ্ধির হার, উঠে যাচ্ছে ৮ শতাংশের ওপরে, ক্রমাগত বাড়ছে মাথাপিছু আয়। মোট জিডিপি ৯১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৮৫ বিলিয়ন হতে যাচ্ছে। মূল্যস্ফীতি আর দারিদ্র্য কমেছে অনেক, অসাধারণ অর্জন অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে। সুনীল অর্থনীতি হাতছানি দিচ্ছে অসীম সম্ভাবনার। মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনীতির চেহারাই যাবে পালটে। বিদেশি সাহায্য ছাড়াই প্রায় সমাপ্তির পথে পদ্মা সেতু; অপেক্ষায় দ্বিতীয় পদ্মা সেতু। ভৌগোলিকভাবে ক্ষুদ্র বাংলাদেশ নিজের অস্তিত্ব জানান দিয়েছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে।