একাত্তরে হানাদার বাহিনী নির্যাতনের পর হত্যা করে ময়মনসিংহের ফুলপুরের সুরবালার স্বামী মৃগেন্দ্র সিংকে। সেই থেকে বীরাঙ্গনার তকমা জুটেছে; জোটেনি কেবল মুক্তিযোদ্ধার স্বীকৃতি। রাষ্ট্রের তরফে একটি টিনের ঘর মিললেও দু'বেলা খাবারের নিশ্চয়তা মেলেনি। তাই সুরবালার সংগ্রামী জীবন আজ বড্ড বেসুরো।